আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “টানা তিনবার যে দল ক্ষমতায় থাকে–সে দলে কিছু অসাদু মানুষ ঢুকে পড়েন। তারা দলে বহিরাগত।”
তিনি আরো বলেন, “কোনো দিন দল করেনি অথচ দলের মধ্যে ঘাপটি মেরে বসে আছেন, তাদের খুঁজে বের করতে হবে। আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের কোনো স্থান হবে না। তারা যত বড় রথি-মহারথি হোক না কেন–রেহাই পাবে না।”
সোমবার রংপুর টাউন হলে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় নানক এ কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদের হুইপ ইকবালুর রহিম, সাবেক গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।
প্রতিনিধি সভায় রংপুর বিভাগের নয় রাজনৈতিক জেলা ও উপজেলা সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।