জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানোর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে উৎসব না করে শপথ নেয়ার আহবান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
তিনি বলেন, ‘শেখ রাসেলের জন্মদিনে আমাদের শপথ নিতে হবে আমরা যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে পারি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আমৃত্যু থাকতে পারি।’
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বঙ্গবন্ধু এভিনিউস্থ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে ‘জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একাংশ এই অনুষ্ঠানের আয়োজন করে।
ডা. মুরাদ হাসান বলেন, ‘আমাদের শপথ নিতে হবে, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে যেনো বিচার করতে পারি। এই বাংলাদেশ থেকে খুন-হত্যা, সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে পারি।’
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের দালাল ও প্রেতাত্মাদের হাত থেকে বঙ্গবন্ধু শিশু পুত্র শেখ রাসেলও সেদিন নিস্তার পায়নি। তারা এতটাই প্রতিহিংসা পরায়ণ ছিলো শিশুকেও হত্যা করেছে। বাঙালি জাতির ইতিহাসকে কলঙ্কিত করে ৭১ এর পরাজিত দোসরা বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যা করেছে।’
বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়ার মদদেই বঙ্গবন্ধু ও তার পরিবারকে খুন করা হয় বলেও দাবি করেন ডা. মুরাদ হাসান। এসময় সংগঠনটির নেতারা শেখ রাসেলের জন্মদিনে শিশু রক্ষা দিবস হিসেবে ঘোষণার দাবি জানান।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একাংশের সভাপতি ফালগুনী হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ম. হামিদ, জোটের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।