রাজনীতিতে গুনগত পরিবর্তন আনবে জাতীয় পার্টি :গোলাম মোহাম্মদ কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের রাজনীতিতে শুন্যতা ও অস্থিরতা বিরাজ করছে। জাতীয় পার্টি মানুষের আস্থা অর্জন করে রাজনৈতিক শুন্যতা পূরণ করবে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় মহিলা পার্টি ও জাতীয় ওলামা পার্টির সাথে পৃথক মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতির জন্য টাকা প্রয়োজন আছে কিন্তু টাকার জন্য রাজনীতি মানেই দুর্নীতি। রাজনীতিতে গুনগত পরিবর্তন আনবে জাতীয় পার্টি। দেশের সাধারন মানুষের আস্থা আর্জন করতেই জাতীয় পার্টি রাজনীতি করছে। দেশের মানুষের আস্থা অর্জন করেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলবো। তৃণমূলে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবানও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

তিনি আরও বলেন, ভাড়া করা মানুষ দিয়ে আমরা রাজনীতি করবো না। যারা রাজনীতি করবেন তাদের ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে।

এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জাতীয় পার্টি দেশের মানুষের স্বপ্ন পূরণের রাজনীতি করে। জাতীয় পার্টি পল্লীবন্ধুর আদর্শের অনুপ্রাণীত হয়ে আজীবন সাধারন মানুষের স্বার্থ রক্ষার রাজনীতি করবে। মসিউর রহমান রাঙ্গা বলেন, দোহার-নবাবগঞ্জ আসনে সালমা ইসলামকে হারিয়ে দেয়া হয়েছে, কিন্তু জাতীয় পার্টি সালমা ইসলামকে জাতীয় সংসদে নিয়েছে।

মহিলা পার্টির সভায় সভানেত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, ত্যাগ স্বীকার করতেই রাজনীতি করছি। নারীরা ঘর সামলে রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, আমরা পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে রাজনীতি করছি। নেতা-কর্মীদের উদ্যেশ্যে বলেন, যারা ত্যাগ স্বীকার করে অবশ্যই আল্লাহ তাদের উপহার দেন।

জাতীয় ওলামা পার্টি ও জাতীয় মহিলা পার্টির পৃথক পৃথক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী, জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী হাবিব উল্লাহ বেলালী, সাধারণ সম্পাদক এস.এম. আল জুবায়ের এবং জাতীয় মহিলার সভায় বক্তব্য রাখেন- জাতীয় মহিলা পার্টির সভানেত্রী এ্যাড. সালমা ইসলাম এমপি ও সাধারণ সম্পাদক নাজমা আক্তার এমপি, মহিলা পার্টির নেত্রী- অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান এমপি, ডা. সেলিমা খান, মনোয়ারা তাহের মানু।

ওলামা পার্টিরর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা এরশাদুল্লাহ আকমল, সাধারণ সম্পাদক একেএম নুরুল্লাহ, মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুর রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, ওলামা পার্টির নেতৃবৃন্দের মধ্যে মাওলানা খলিলুর রহমান, মাওলানা খন্দকার মাহাবুবুল হক, মাওলানা মোজাম্মেল হক, হাফেজ মাওলানা হারুন অর রশীদ, মাওলানা আব্দুল বাতেন, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মোঃ ইব্রাহিম এবং মহিলা পার্টির নেতৃবৃন্দের মধ্যে নিগার রানী সুলতানা, এ্যাড. শাহিদার রহমান রিংকু, শারমিন পারভিন লিজা, মাহামুদা রহমান মুন্নি, এ্যাড. লাকি বেগম, রিতা নূর, জেসমিন নূর প্রিয়াংকা, তাসলিমা আকবর রুনা, আমেনা বেগম, নুরুন্নাহার, জোসনা মুন্সি।