![jubo krira proti montri Jahid Hasan](https://politicsnews24.com/webcarezone.com/wp-content/uploads/2019/08/jubo-krira-proti-montri-Jahid-Hasan.jpg)
সাকিব আল হাসানের বিষয়ে জানতে আজকের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দেওয়া হবে। তবে আইসিসির সিদ্ধান্ত যাই হোক আমরা তার পাশে থাকবো বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সাকিবের বিষয়টি নিয়ে আমি ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা বলেছি। পাশাপাশি আমি অনেক লোকদের সঙ্গেও কথা বলেছি।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপনের অভিযোগে ১৮ মাসের জন্য নিষিদ্ধ হতে পারেন সাকিব আল হাসান। আইসিসির কালো তালিকায় থাকা এক জুয়াড়িদের একজনের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন সাকিব। আর এই অভিযোগ আইসিসির দুর্নীতি দমন বিভাগ আকসুর তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ব্যাপারে আইসিসির কোড অব কন্ডাক্টে বলা আছে, বাজিকরদের কাছ থেকে ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হবে। না হয় আইসিসির দুর্নীতি দমন সংস্থা- আকসুকে অবহিত করতে হবে। সে খবর নিজে লুকিয়ে রাখলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। সাকিব তার কোনোটাই করেননি।