সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজের ভূমিকা অবিস্মরণীয় :সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ এর ছয়দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান সহ সকল গণতান্ত্রিক অান্দোলনে ছাত্রসমাজের ভূমিকা অবিস্মরণীয়। এমনকি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার জন্য অসংখ্য ছাত্রছাত্রী অকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিও প্রদান করেন রাজনীতি-সচেতন ছাত্রসমাজ। আর্তের সেবা, অস্বচ্ছল ছাত্রছাত্রীদের সহযোগিতা, বন্যার্তদের ত্রাণ, শীতার্তদের বস্ত্র প্রদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ মানবতার কল্যাণে সর্বাগ্রে এগিয়ে অাসে ছাত্রসমাজ। কোন জাতি যখন ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছে, তখন সে জাতিকে টেনে তোলে সঠিক পথের দিশা দেয় ছাত্রসমাজ।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল কর্তৃক ‘বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল এর ৮ম বর্ষপূর্তি উদযাপন ও ৩য় জাতীয় সম্মেলন’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, সকল ধরনের পঙ্কিলতা ও বদনাম থেকে বেরিয়ে এসে ছাত্রসমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ছাত্রসমাজকে সঠিক পথে আনতে সর্বাত্মক পদক্ষেপ ও প্রচেষ্টা গ্রহণ করেছেন। প্রতিমন্ত্রী এসময় ঘুণে ধরা ছাত্রসমাজকে সঠিক পথের দিশা দিতে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল সহ এ ধরনের ছাত্র সংগঠনসমূহকে এগিয়ে অাসার অাহবান জানান।

বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল এর সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অফিসার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডাঃ আখতারুজ্জাহান পুলক, Raymotex কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন, স্কলারস্ প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুল আলম শিমুল, ইউনাইটেড হসপিটাল লিমিটেডের পরিচালক জি এম ফারুক, বাংলাদেশ অাওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য নিহাদ কায়েম ও শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডাঃ নাসরিন জামান।