![hasina 3](https://politicsnews24.com/webcarezone.com/wp-content/uploads/hasina-3.png)
পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নাই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি।
দেশে চলমান চলমান পেঁয়াজের সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন একটা সমস্যা আছে, পেঁয়াজ নিয়ে সমস্যা। সব দেশেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা ঠিক কিন্তু আমাদের এখানে কেন? কীভাবে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়লো তা আমরা খতিয়ে দেখছি। আমরা বিমানে করে পেঁয়াজ আমদানি করে নিয়ে আসছি।‘
তিনি আরও বলেন, ‘পেঁয়াজ বিমানে উঠে গেছে কাজেই আর চিন্তা নাই। সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।’
পেঁয়াজের দাম যারা বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখতে চাই যে এই ধরনের চক্রান্তের সাথে কেউ জড়িত আছে কিনা।’
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষকে একটি সুন্দর জীবন দেওয়া। মানুষ যখন ভালো থাকে, সুস্থ থাকে আমি তো বলি একটা গোষ্ঠী আছে তারা তখন কষ্টে থাকে, অসুস্থতায় ভোগে।’