পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে ঢাবিতে বিক্ষোভ করলো ছাত্রদল

পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে রাজুভস্কর্যে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগের ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজুভস্কর্যে গিয়ে শেষ হয়।

ছাত্রদল নেতারা বলেন, ‘এই সরকার অবৈধ হওয়ায় তারা পেয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশের সব কিছু থেকে সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে।’

তারা বলেন, ‘অবিলম্বে যদি পেয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে সরকার ব্যর্থ হয় তাহলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’

সমাবেশ থেকে পেঁয়াজসহ প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনশীল পর্যায়ে আনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করারও আহবান জানান তারা।

সমাবেশে ডাকসুতে ছাত্রদলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা মোস্তাফিজুর রহমান, ঢাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি তানভীর জেরা জুয়েল, যুগ্ম সম্পাদক তানজিল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।