আগামী কয়েক মাসের মধ্যে সম্প্রচার কর্মীদের চাকরির নিশ্চয়তায় আইনি সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্টুডিওতে টেলিভিশন দিবসের সেমিনারে তিনি একথা জানান।
হাছান মাহমুদ বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে সম্প্রচার কর্মীদের চাকরির নিশ্চয়তায় আইনি সুরক্ষা দেওয়া হবে।’
টেলিভিশন কন্টেন্ট গবেষণার প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘টেলিভিশনকে দর্শকপ্রিয় করতে টেলিভিশন কন্টেন্ট গবেষণা প্রয়োজন।’ এ জন্য টেলিভিশনগুলোকে কন্টেন্ট নিয়ে গবেষণারও আহ্বান জানান তথ্যমন্ত্রী।
এ ছাড়া টেলিভিশনকে কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্য হিসেবে ব্যবহার না করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান ড. হাছান মাহমুদ।