‘আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনে ব্যর্থ বিএনপির এখন ‘কথার চাতুরি’ ছাড়া আর কিছুই নেই’- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দলীয় কর্মীদের চাঙ্গা করতে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে লাগাম ছাড়া মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সব কিছুতেই নিয়ন্ত্রণ থাকলেও ‘বিএনপির মুখের ওপর’ সরকারের নিয়ন্ত্রণ নেই। বিএনপির কাউন্সিল না হওয়াই প্রমাণ করে তাদের অভ্যন্তরীণ গণতন্ত্র নেই।’
কাদের বলেন, ‘বিএনপি এমন একটা দল যারা সব দিক থেকেই ব্যর্থ। তারা তাদের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিল পর্যন্ত করতে পারেনি। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে দেশ-বিদেশে নালিশের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এখন।’
রবিবার (২৪ নভেম্বর) রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালে প্রধানমন্ত্রীর বাস উপহার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির অত্যাচার, দুর্নীতি, সন্ত্রাসের রাজনীতির হাত থেকে বাঁচতেই জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘বিএনপির নিজের ঘরে হাজারও প্রশ্ন রয়েছে। তারা নিজেরাই বলছে তাদের নেতৃত্ব ব্যর্থ।’
আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিতর্কিত অনুপ্রবেশকারীদের তালিকা যাচাই-বাছাই চলছে। দীর্ঘ দিনের জঞ্জাল পরিষ্কারে অভিযান অব্যাহত রয়েছে। আগাছা-পরগাছা পরিষ্কার করা হবে। অনুপ্রবেশকারীদের মধ্যে বিতর্কিতদের তালিকা ধরে ধরে বাদ দেয়া হবে।’
যুবলীগের নতুন নেতৃত্ব প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শেখ ফজলে শামস পরশ বঙ্গবন্ধুর উত্তরাধিকার। সুশিক্ষিত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন। পরশ যুবলীগের ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য ভূমিকা রাখবেন। নতুন প্রজন্মের যে প্রত্যাশা রয়েছে, নতুন নেতৃত্ব তা পূরণ করতে পারবে।’
বিআরটিসি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিআরটিসির অনিয়ম-দুর্নীতি নিয়ে বার বার রিপোর্ট হয়। আমি আশা করি বিআরটিসির সুনামের ধারা ফিরে আসবে। অনিয়ম-দুর্নীতি থেকে বিআরটিসিকে মুক্তি দিতে হবে। শ্রমিকদেরও প্রাপ্য মুজরি থেকে বঞ্চিত করা যাবে না।’
অনুষ্ঠান শেষে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০টি বাস হস্তান্তর করেন ওবায়দুল কাদের।