বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক জিএস খায়রুল কবির খোকনকে হাইকোর্ট গেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে হাইকোর্টের মূল ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিএনপির সহ-তথ্যবিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী এবং রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে খায়রুল কবির খোকনের স্ত্রী বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা জানিয়েছেন, জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে যাচ্ছিলেন খায়রুল কবির খোকন। আদালতের ফটকের সামনে থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কোথায় নেয়া হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।