গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের টুপি পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির মাথায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের প্রতীকসংবলিত টুপি পাওয়ার বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তে যা বেরিয়ে আসবে, সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
হাছান মাহমুদ বলেন, ‘বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। দেশে যেভাবে জঙ্গি দমন করা হচ্ছে, তা অনেক উন্নত দেশও করতে পারেনি।’
গতকাল বুধবার দুপুরে হলি আর্টিজান হামলা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মিজানুর রহমান ওরফে বড় মিজান নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
এর আগে আদালতে তোলার সময় আসামি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় ‘আইএস টুপি’ দেখা গেছে। রায় ঘোষণার পরে দণ্ডপ্রাপ্তদের আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার পর আরও এক জঙ্গির মাথায় ওই টুপি দেখা যায়। তবে পুলিশি হেফাজতে থাকার পর তারা কীভাবে এ টুপি পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।