লন্ডন ব্রিজে সাধারণ মানুষের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
আজ রবিবার এক বার্তায় প্রধানমন্ত্রী এ নিন্দা জানান।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে পাঠানো এক লিখিত বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা। বার্তায় আহতদের দ্রুত আরোগ্য লাভের আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
লিখিত বার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো ধর্ম-বর্ণ নেই।
জঙ্গি-সন্ত্রাসীদের রুখতে ব্রিটিশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী।
শুক্রবার ইংল্যান্ডের লন্ডন ব্রিজে ওই সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।