স্পেনের মাদ্রিদে জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার দেশের পথে রওনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে মাদ্রিদের তোরেজন বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রওনা হন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হাসান মাহমুদ খন্দকার।
তিন দিনের সরকারি সফরে রবিবার স্পেনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি ছিলেন মাদ্রিদের হোটেল ভিলা ম্যাগনায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, কপ ২৫ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলডা হেইনির এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী গ্রহণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, সবাই যদি চায় আমি সভাপতির দায়িত্ব গ্রহণে প্রস্তুত রয়েছি।