কাদের মোল্লার মৃত্যু শহীদের সংজ্ঞায় পড়ে না : জিএম কাদের

যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ‘শহীদ’ বলাটা সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তার মৃত্যু শহীদের সংজ্ঞার মধ্যে পড়ে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।

শহীদের একটা সংজ্ঞা আছে উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘কাদের মোল্লার মৃত্যু এই সংজ্ঞার মধ্যে পড়ে বলে মনে করি না। যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে দণ্ডিত আবদুল কাদের মোল্লাকে শহীদ আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম পত্রিকাটি ঠিক করেনি। কাদের মোল্লাকে শহীদ বলাটা সমর্থনযোগ্য নয়। আমরা এর প্রতিবাদ করছি।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দৈনিক সংগ্রামের ডিক্লারেশন বাতিলের বিষয়টি একান্তই সরকারের ব্যাপার।’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। পাকিস্তান হানাদার বাহিনীর সেই ষড়যন্ত্র সফল হয়নি।’

তিনি আরও বলেন, ‘যারা দেশ মাতৃকার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশকে আরও এগিয়ে নিতে হবে। আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাব।’

কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করায় গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারে দৈনিক সংগ্রাম কার্যালয়ে ভাঙচুর হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় মুক্তিযুদ্ধ মঞ্চের একদল নেতা-কর্মী শুক্রবার সন্ধ্যায় সংগ্রাম কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় একদল যুবক পত্রিকাটির কার্যালয়ে ঢুকে বিভিন্ন কক্ষ ভাঙচুর করেন।