বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বাবা একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় একজন রাজাকার ছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘জন্মলগ্ন থেকেই বিএনপি রাজাকারের দ্বারা পরিচালিত দল। মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন একজন কুখ্যাত রাজাকার, যুদ্ধাপরাধী ছিলেন।’
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘৪৮ বছরের আকাঙ্ক্ষিত প্রায় ১১ হাজার রাজাকার, আলবদর আর আল শাসমদের তালিকা প্রকাশ করেছে সরকার। ধারাবাহিকভাবে স্বাধীনতাবিরোধীদের তালিকা প্রকাশ করা হবে।’
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা যখন বিজয়ের উষালগ্নে স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি তখন অপরাধী আর জঙ্গিবাদের আশ্রয়দাতারা কী বলছে? বিএনপির মির্জা ফখরুল বললেন, ‘বিএনপিকে হেনস্থা করার জন্য নাকি এই রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে। আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই- তাহলে কি মির্জা ফখরুল সাহেব আপনি মেনে নিলেন- আজকের বিএনপি রাজাকার দ্বারাই পরিচালিত হয়? আপনার বাবা তো কুখ্যাত রাজাকার ছিল। আপনি তো রাজাকারের সন্তান।’
মির্জা ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এটা সত্য যে, আপনি (ফখরুল) মির্জা রুহুল আমিনের সন্তান। আপনার বাবা (রুহুল আমিন) ঠাকুরগাঁওয়ের কুখ্যাত যুদ্ধাপরাধী ছিলেন। আপনি তো আপনার বাবারই রক্তের উত্তারাধিকারী। আপনি তো রাজাকারের পক্ষে কথা বলবেনই। এটাই তো স্বাভাবিক। কারণ আপনি তো এখনও বিএনপির মহাসচিব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এই বিজয়ের মাসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ- শেখ হাসিনার বাংলাদেশে কোনও যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না।’
এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান চৌধুরী মাইকেল, মির্জা আশফাক, আজিজুল ইমাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী প্রমুখ বক্তব্য রাখেন।