শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে আওয়ামী লীগ এখন অনেক সম্মানজনক অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে আমি ম্যাজিকওম্যান বলি।’
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন কমিটি আয়োজিত আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে আওয়ামী লীগ এখন অনেক সম্মানজনক অবস্থানে আছে। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার ফলে আওয়ামী লীগ এক হয়েছে।’
শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘এদেশে বিচার ছিল না। যারা বঙ্গবন্ধুর খুনি, রাজাকার তাদের কোনোদিন বিচার হবে এটা কেউ কল্পনা করেনি। তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। যারা স্বঘোষিত খুনি তাদেরকে বিচারের সম্মুখীন করেছেন। কোনো লোকই আইনের ঊর্ধ্বে নয়, শেখ হাসিনা সেটা প্রতিষ্ঠা করেছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিলুপ্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনা দেশে ফেরার সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারা প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের সম্মান তিনি দিয়েছেন। শেখ হাসিনা দেশে না আসলে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন আমরা অর্জন করতে পারতাম না।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আমরা মোটামুটিভাবে বলতে পারি স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এজন্য শেখ হাসিনাকে আমি ম্যাজিকওম্যান বলি। তার কারণেই দেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে।’