জন্মসূত্রে বাংলাদেশি হলে গ্রহণ, না হলে ফেরত : পররাষ্ট্রমন্ত্রী

ভারত থেকে জন্মসূত্রে কোনো নাগরিক বাংলাদেশে এলে তাকে গ্রহণ করা হবে বলে জানিয়ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার সিলেটে ‘নগর এক্সপ্রেস’ নামের সিটি করপোরেশনের গণপরিবহনব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

আবদুল মোমেন বলেন, ‘ভারত থেকে কোনো নাগরিক এলে তিনি জন্মসূত্রে বাংলাদেশি হলে তাকে গ্রহণ করা হবে, নয়তো ফেরত দেওয়া হবে।’

আজ নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের ‘নগর এক্সপ্রেস’ নামের গণপরিবহনব্যবস্থা উদ্বোধন করেন মন্ত্রী। সিলেট সিটি করপোরেশনের উন্নয়নকাজে ১ হাজার ২২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ‘সরকারের একার পক্ষে সোনার বাংলা গড়া সম্ভব নয়। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। নগর এক্সপ্রেস আমাদের জন্য একটি বড় অর্জন। এতে সিলেটে আসা পর্যটকেরাও চলাচলে সুবিধা ভোগ করতে পারবেন। নতুন চালু হওয়া নগর এক্সপ্রেস যেন যেখানে-সেখানে না দাঁড়ায়। আমরা যানজট, মাদক ও হকারমুক্ত সিলেট চাই।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নগর সিটি বাস মালিক গ্রুপের আহ্বায়ক ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, সেখানে অশান্তি হলে বাংলাদেশে অশান্তি দেখা দেয় বলে গতকাল মঙ্গলবার সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক অনুষ্ঠান শেষে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ভারত কথা দিয়েছে, এমন কিছু করবে না যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে।’