প্রকল্পের বাজেটের টাকা উঁইপোকারা খেয়ে ফেলেছে: তাপস

প্রকল্পের বাজেটের টাকা উঁইপোকারা খেয়ে ফেলেছে। নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ে তোলা হবে৷ কোনো বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।

বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, নির্বাচিত হলে ৯০ দিনের মধ্যে মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করার অঙ্গীকার করছি।

তিনি বলেন, ইসলামের সম্মান ও মর্যাদা রক্ষা করা হবে। ঈদুল ফিতরে ঢাকাকে সুন্দরভাবে সারাবিশ্বের কাছে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, আগামী ৫ বছর জনগণের জন্য নিবেদিত থাকবো, নির্বাচিত হলে ২৪ ঘণ্টা নগরবাসীর জন্য নগরভবনের দরজা খোলা থাকবে। উন্নত রাজধানী হিসেবে সারাবিশ্বের কাছে ঢাকাকে তুলে ধরবো। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।