আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি ভীত, তারা নির্বাচনে পরাজিত হবে জানতে পেরেই নির্বাচন থেকে বেরিয়ে যাওয়ার অগ্রিম পথ খুঁজছে।’
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সমর্থনে মহিলা শ্রমিক লীগ আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আমির হোসেন আমু বলেন, ‘সিটি নির্বাচনে বিএনপি ইতোমধ্যে তাদের পরাজয় বরণ করে নিয়েছে। তারা বুঝতে পেরেছে, ভোটে তাদের জয়লাভ করার কোনও সম্ভাবনা নেই। তাই তারা প্রতিদিন এক-একটা উছিলা দাঁড় করছে। কোনও সময় বলছে, ইভিএমে সঠিক ভোট হবে না আবার কোনও সময় বলছে আওয়ামী লীগ আচরণবিধি লঙ্ঘন করছে, কখনও বলছে নির্বাচনে কারচুপি হবে।’
তিনি বলেন, ‘এসব কথাবার্তা বলার মধ্য দিয়ে এটা বোঝা যাচ্ছে যে বিএনপি ভীত। তারা নির্বাচনে পরাজিত হবে বুঝতে পেরেই বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে।’
তিনি আরও বলেন, ‘সম্মান রক্ষার জন্য মানুষের সামনে আগাম এ সমস্ত কথাবার্তা বলছে বিএনপি। যাতে গতবারের মত তারা বর্জন করে যেতে পারে, সেই পথ খুঁজছে। আমরা তাদেরকে অনুরোধ করবো, এ সমস্ত কথাবার্তা না বলে নির্বাচনে অংশগ্রহণ করতে নেমেছেন, নির্বাচনে অংশগ্রহণ করুন। সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। এটাই আমারও চাই। আপনারা ধৈর্য ধরে নির্বাচনটা করুন, দেখুন আপনাদের ফলাফলটা কী আসে।’
ঢাকা-১০ আসনের নাগরিকরা ফজলে নূর তাপসের পক্ষে প্রচারণা চালাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের বর্ষীয়ান এ রাজনীতিবিদ বলেন, ‘ফজলে নূর তাপস ঢাকা শহরের একটি আসন থেকে তিনবারের নির্বাচিত এমপি। তার বিরুদ্ধে কিছু বলার নেই। বলার থাকলে আজকে সেটা ছেয়ে যেতো। বরং ধানমন্ডি-হাজারীবাগ এলাকার লোকেরা নিজ উদ্যোগে নাগরিক কমিটি করে তার সুনাম-খ্যাতি প্রচার করছে। দলমত নির্বিশেষে ধানমন্ডিবাসী তাপসের পক্ষে নির্বাচনী প্রচাণায় অংশগ্রহণ করছে।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘তাপস উন্নত ঢাকা চান, ঢাকার ঐতিহ্য আবার পুনরুদ্ধার করতে চান, ঢাকাবাসীকে নাগরিক সুবিধা প্রদান করতে চান, ঢাকাকে দুর্নীতি-মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান। এ সমস্ত প্রতিশ্রুতি তার কর্মসূচির মধ্যে রয়েছে। মানুষ যেটা চায়, সেটা তাপসের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। জনগণের উচিত তাকে ভোট দিয়ে নির্বাচিত করা।’
মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্য আমির হোসেন আমু বলেন, ‘মাতৃজাতিকে সম্মান দিয়েছেন শেখ হাসিনা। আগে কাগজপত্রে শুধু বাবার নাম লেখা হতো, এখন বাবার নামের পাশে মায়ের নামও লেখা হয়। নারী জাতিকে এ সম্মান শেখ হাসিনা দিয়েছেন। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের বোঝাবেন। যাতে তারা নৌকা মার্কায় ভোট দেন। তাপসকে বিজয়ী করেন।’
মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তারের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রহিমা আক্তার সাথী প্রমুখ।