তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে কোনো রাজনৈতিক সমস্যা নেই, সমস্যা-সংকট শুধু বিএনপি’র মধ্যে।’
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাথে মতবিনিময়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশের মানুষ খুশি হয়েছে, কিন্তু বিএনপি খুশি হতে পারেনি, কারণ বিএনপি’র দাবিগুলো একান্ত নিজের, জনগণের বিষয় নয়। সেকারণে বিএনপি হতাশ হয়েছে, কিন্তু দেশের মানুষ খুশি হয়েছে।’
তিনি বলেন, ‘বিএনপি মনে করে দেশের সমস্যা হচ্ছে রাজনৈতিক। আসলে দেশে কোনো রাজনৈতিক সমস্যা নেই, সমস্যা বিএনপি’র মধ্যে। বিএনপিতে নেতৃত্বের দুর্বলতা, দিকনির্দেশনাহীন যাত্রা- এসব সংকট রয়েছে। বিএনপি’র সংকট সমাধান করা প্রধানমন্ত্রীর কাজ নয়। বিএনপি’র দাবি হচ্ছে সহসা আরেকটি নির্বাচন দেওয়া। এই দাবি কিন্তু জনগণের নয়, বিএনপি’র।’
‘প্রধান নির্বাচন কমিশনার আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করছেন’- বিএনপি’র এ অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোতে বিএনপি’রই সুবিধা হচ্ছে, আর আওয়ামী লীগের অসুবিধাই হচ্ছে। ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিক সাহেবকে নির্বাচন কমিশন নোটিশ দিয়েছে, বিএনপি’র প্রার্থীকে দেয়নি।’
মন্ত্রী বলেন, ‘লক্ষ্য করবেন, আমাদের দেশে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো মন্ত্রী এমনকি এমপিরাও নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন না। সংসদীয় গণতন্ত্রের অন্যান্য দেশে বিষয়টি এমন নয়। ভারত, ব্রিটেনসহ অন্যান্য অনেক দেশেই মন্ত্রী, এমপিরা তাদের পদের রাষ্ট্রীয় সুবিধা ও প্রটোকল না নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন। সুতরাং নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোতে বরং বিএনপি’রই সুবিধা হচ্ছে।’
তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্যসচিব কামরুন নাহার ও প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ সময় উপস্থিত ছিলেন।