ভয়ভী‌তি উপেক্ষা করে বিজয় নি‌শ্চিত করতে হবে : তা‌বিথ

সকল প্রকার ভয়ভী‌তি উপেক্ষা করে বিজয় নি‌শ্চিতের মাধ্যমে দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের বিএন‌পি মনোনীত প্রার্থী তা‌বিথ আউয়াল। আজ শনিবার বিএনপি সমর্থিত ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী না‌জিম উদ্দিনের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান।

তাবিথ আউয়াল বলেন, ‘সকল প্রকার ভয়ভী‌তি উপেক্ষা করে আগামী ৩০ জানুয়ারি বিজয় নি‌শ্চিত করে দলের কারাবন্দী চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় তাবিথ আউয়াল উত্তরার জয়নাল মার্কেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। এরপর তিনি আজমপুর হয়ে চৈতি গার্মেন্টস, উত্তরখান মাজার, ময়নার টেক, মাস্টার বাড়ি, আটপাড়া, ফায়েদাবাদ চৌরাস্তায় জনসং‌যোগ কর‌বেন।

গতকাল শুক্রবার রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ১ নম্বর রোডের মসজিদে মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে ধানের শীর্ষের প্রতীকের প্রচারণা শুরু করেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, ‘এই সরকারের মু‌খে উন্নয়নের বু‌লি বাস্তবে কোনো উন্নয়ন হচ্ছে না। চলছে সন্ত্রাস-দুর্নী‌তি-লুটপাট আর অপশাসন। নগরবাসী ট্যাক্স দিয়েও কা‌ঙ্খিত সেবা পাচ্ছে না। তাই ভোটারদের প্রতি আমার অনুরোধ দেশ‌নেত্রী বেগম খা‌লেদা জিয়ার মার্কা ধা‌নের শীষকে বিজয় করে সরকারের সকল অপকর্মের জবাব দেবেন।’

তিনি বলেন, ‘ভোটাররা সরকারের দুর্নীতি অপশাসনের শিকার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তারা এর জবাব চায়, বিচার চায়। সেই বিচার আমরা জনগণকে নিয়ে করব। ঢাকাকে বাঁচাতে আমাদের সকল পরিকল্পনা শুরু করতে হবে। আধুনিক ঢাকা গড়তে তুলতে হবে।’

এ সময় তাবিথের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন, বিএনপির নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদল ঢাকা উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ৫০ নম্বর ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর প্রার্থী দেওয়ান মো. না‌জিম উ‌দ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএন‌পির দপ্তর সম্পাদক এ‌বিএম রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই দুই সিটিতে ভোটগ্রহণ চলবে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাশেম ঢাকা উত্তর সিটি করপোরশেরন (ডিএনসিসি) এবং যুগ্ম সচিব আব্দুল বাতেন ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি) করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন