রাজধানী ঢাকায় ‘সুন্দর ও সম্প্রীতির রাজনীতি’ উপহার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে নগরবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
রবিবার (১২ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর বাজারে তৃতীয় দিনের মতো ভোটের প্রচারণা শুরু করে তিনি এ প্রতিশ্রুতি দেন।
তাপস বলেন, ‘গতকাল আমার প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নেতাকর্মীরা আমাদের গোপীবাগের ওয়ার্ড কাউন্সিলরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এই হামলা দুঃখজনক। গতকাল আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেনের বাসায় ভোট চাইতে গিয়েছিলাম। আমরা ঢাকায় সুন্দর ও সম্প্রতির রাজনীতি উপহার দিতে চাই।’
নগরবাসীর কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘এই অবহেলিত ঢাকার অভিভাবকত্ব নিয়ে কাজ করতে চাই। এরআগে কেউ ঢাকার অভিভাবকত্ব নিয়ে কাজ করেনি। অব্যবস্থাপনা অনেক হয়েছে, আর না। ৩০ তারিখ নির্বাচনে ঢাকাবাসী সিদ্ধান্ত নেবেন- কে তাদের সেবক হবেন।’
ঢাকা-১০ আসনের সাবেক এই এমপি বলেন, ‘নির্বাচিত হলে আমরা ঢাকাবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেবো। ঢাকাবাসীকে মৌলিক নাগরিক সুবিধা পৌঁছে দেবো। যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করবো সেদিন থেকেই কাজ শুরু করবো। ২৪ ঘন্টাই সিটি করপোরেশন নগরবাসীর জন্য খোলা থাকবে। শুধু মন্ত্রী-এমপি বা কাউন্সিলরদের জন্য নয়, ঢাকাবাসীর জন্য সিটি করপোরেশন সবসময় উন্মুক্ত থাকবে।’
নগরের যানবাহন ব্যবস্থাকে পুনর্বিন্যাস করার কথা জানিয়ে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঢাকায় দ্রুতগতি ও ধীরগতির গাড়ির জন্য পৃথক লেনের ব্যবস্থা করা হবে। পায়ে হাঁটার জন্য আলাদা এবং সাইকেল লেনও আলাদা করা জন্য পরিকল্পনা রয়েছে।’
তিনি বলেন, ‘নগরের কোথাও উন্মুক্ত স্থানে আবর্জনার স্তুপ আমরা দেখতে চাই না। সিটি করপোরেশনে কোনও ধরনের গাফলতি বরদাস্ত করা হবে না। কাউন্সিলরদের নিয়ে আমরা দলগতভাবে একটি সুন্দর ও পরিবেশবান্ধব ঢাকা উপহার দেবো।’
শান্তিনগরে পথসভা শেষ করে জনসাধারণের কাছে নৌকা মার্কায় ভোট চায় আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী।