ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে বলেছেন, এসএসসি পরীক্ষা না পিছিয়ে নির্বাচনের তারিখ এগিয়ে আনলে ভালো হতো। কারণ পরীক্ষার তারিখ পেছানোয় অনেকের প্রস্তুতিতে বিঘ্ন ঘটেছে। তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, আমাকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিন, আমি আগামী পাঁচ বছর আপনাদের দেব।
রোববার (১৯জানুয়ারি) দুপুরে মতিঝিলের নটরডেম কলেজ এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরুর আগে উপস্থিত জনতার উদ্দেশে দেয়া এক বক্তব্যে তাপস এসব কথা বলেন। আরামবাগ, মতিঝিল অফিস পাড়া ও ফকিরাপুল এলাকায় প্রচারণায় নিজে উপস্থিত থেকে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান। এ সময় নিজে ফুটপাত, দোকান ও অফিসে ঢুকে লিফলেট ধরিয়ে দিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান শেখ ফজলে নূর তাপস। তাপস নটর ডেম কলেজের পাশে আসার আগেই সকাল ১০টা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘তাপস, তাপস’ স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। তবে
শেখ ফজলে নূর তাপস বলেন, নগরীর যেখানেই যাচ্ছি নগরবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। আমরা অনেক বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত হতে চাই। এজন্য আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে ঢাকাবাসীর ঘরে ঘরে যেতে হবে এবং ভোট প্রার্থনা করতে হবে। এভাবে আমরা প্রচারণা চালাতে পারলে আগামী ১ ফেব্রুয়ারি নৌকা বিপুল ভোটে জয়যুক্ত হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা চালানোর সময় অত্যন্ত সুশৃংখলভাবে আপনারা প্রতারণা চালাবেন। কোনো পথচারী বা কোনো মানুষের বিঘ্ন ঘটে এমন কোনো কাজ করবেন না। তিনি বলেন, আমরা যত বেশি মানুষের দোরগোড়ায় যেতে পারব আমাদের ভোটের ব্যবধান কত বৃদ্ধি পাবে। আমি নির্বাচিত হতে পারলে নগরবাসীকে সুন্দর একটি মেট্রোপলিটন শহর উপহার দেবো। একই সঙ্গে নগরবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি আমাকে আপনারা ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিন, আমি আপনাদের আগামী পাঁচ বছর সময় দেব এবং আপনাদের সঙ্গে থাকব। নগরবাসীর কোথায় কী সমস্যা রয়েছে সেগুলো আমি দেখব।