বিএনপি পরাজয় জেনেই ইভিএম ও সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ের জন্য নয়, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতেই অংশ নিয়েছে। নির্বাচনে তাদের অংশগ্রহণ লোক দেখানো। তারা বিতর্কিত করতে চায়।
আজ রবিবার সচিবালয়ে সেতুমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। এর আগে সচিবালয়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, থাইল্যান্ডের অর্থায়নে আমাদের সঙ্গে দুটি প্রকল্প চলমান রয়েছে। একটি হলো- এলিভেটেড এক্সপেসওয়ে, আরেকটি এমআরটি লেন সিক্স এর প্যাকেজ।