আধুনিক সচল ঢাকা গড়ার প্রত্যায় আতিকের

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আধুনিক, সচল,গতিময়, মানবিক, সবুজায়নের ঢাকা শহর গড়ার প্রত্যায় নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। আপনাদের ভোটে নির্বাচিত হলে স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।’

শনিবার (২৫ জানুয়ারি) গুলশান হেলথ ক্লাব পার্কে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আতিক বলেন, ‘আপনারা যদি আমাকে উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে নির্বাচত করেন। তাহলে আমি কথা দিতে চাই, একটি সুন্দর, সচল আধুনিক গতিময় ঢাকার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ইনশাআল্লাহ্‌ কাজ করে যাবো।‘

আগামীকাল প্রকাশ করা নির্বাচনী ইশতেহারে কোন চমক থাকছে কী না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ‘আজই বলে দিলে তো আর কোন চমক থাকলো না। আমরা আধুনিক সচল গতিময় ঢাকা গড়তে চাই। আমরা যদি সবাই মিলে এক সঙ্গে কাজ করি তাহলেই অবশ্যই এগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব।’

জানা গেছে, শনিবার কালাচাঁদপুর এলাকা থেকে গণসংযোগ শুরু করে শাহজাদপুর, বাঁশতলা, গুলশান ২, এবং রাজউক মাঠ এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চাইবেন আতিকুল ইসলাম। এর আগে গত ১০ জানুয়ারি থেকে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন।

প্রসঙ্গত, নতুন তারিখ অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।