মুজিববর্ষে বাংলাদেশের প্রতিটি গৃহহীন মানুষ অন্তত বসবাসের মতো ঘর পাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ২৩তম জাতীয় সম্মলেনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই মুজিব বর্ষে বাংলাদেশের প্রতিটি গৃহহীন মানুষ অন্তত বসবাসের মতো ঘর পাবে, সেটা আমরা নিশ্চিত করব।’
তিনি আরও বলেন, ‘আমরা স্যানিটেশনের ব্যবস্থা থেকে শুরু করে সুপেয় পানির ব্যবস্থাও নিশ্চিত করে দিচ্ছি। সেধরনের প্রকল্প আমরা নিয়েছি এবং সে ব্যাপারে আমরা জনসচেতনাও সৃষ্টি করে যাচ্ছি।’
আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে জানিয়ে দলটির সভাপতি বলেন, ‘এক সময় বাংলাদেশ শুনলে অনেকেই মনে করত বাংলাদেশ মানে প্রাকৃতিক দুর্যোগের দেশ, দরিদ্র দেশ, ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়ায়। আজকের বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ না। ১০ বছরে বাংলাদেশ আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছি। এই ১০ বছরের মধ্যে আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
পদ্মাসেতু নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন যে একটা চ্যালেঞ্জ ছিল, আমাদের পদ্মা সেতু নিয়ে। বলেছিলাম যে আমরা নিজের অর্থে পদ্মাসেতু নির্মাণ করব। আজকে আমরা নিজস্ব অর্থে এই পদ্মাসেতু নির্মাণ করে যাচ্ছি। এই একটা সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তির পরিবর্তন এনে দিয়েছে।’