শূন্য হওয়া জাতীয় সংসদের তিনটি আসনের উপনির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর এ তথ্য জানিয়েছেন।
শূন্য হওয়া তিন আসন হলো-ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪।
ইসি সচিব মো. আলমগীর জানান, তিনটি আসনের উপনির্বাচনের মধ্যে কেবল ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। এতে অন্য নির্বাচনের মতো সশস্ত্র বাহিনীর কারিগরি সহায়তা নেওয়া হবে না।
তবে এসব নির্বাচনে মনোনয়ন দাখিল ১৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ফেব্রুয়ারি, আপিল দায়ের ২৪-২৬ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ১ মার্চ প্রতীক বরাদ্দ হবে বলেও জানান ইসি সচিব মো. আলমগীর।
গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঢাকা-১০ আসনের এমপি পদ ছাড়েন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ফলে ওই সংসদীয় আসনটি শূন্য হয়ে যায়।
২৭ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন গাইবান্ধা-৩ আসনের এমপি ডা. ইউনুস আলী সরকার।
আর গত ১০ জানুয়ারি রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন। এতে করে ওই আসনগুলো শূন্য হয়ে পড়েছে।
সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।