ঢাকা ১০ আসনে নির্বাচনী জনসভা করবে না আওয়ামী লীগ, জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান।
ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনের পক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আসনটির আওয়ামী লীগের নির্বাচন সমন্বয়ক আব্দুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, আমরা জনসভা করছি না। আমরা ঘরে ঘরে মানুষের কাছে যাবো। তিনি আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনকে এলাকাভিত্তিক আলাদা কমিটি করার নির্দেশনা দেন।
আব্দুর রহমান বলেন, ঢাকা ১০ আসনে জনপ্রতিনিধি হিসেবে শফিউল ইসলাম মহিউদ্দিনকে পেলে সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসকে হারানোর বেদনায় ভুগবে না এ-ই আসনের জনগন।
ঢাকা ১০ আসনে লীগের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ধানমন্ডি এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন। এই আসনে মনোনয়ন পেয়ে আমি গর্বিত। জনাব ফজলে নূর তাপস এ-ই এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। আমরা সকলে একযোগে কাজ করলে নৌকার বিজয় সুনিশ্চিত। আমরা সংগঠিত থাকলে কোন শক্তি আমাদের পরাজিত করতে পারবে না।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে কর্মী সভায় আরো উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ, ঢাকা ১০ আসনের অন্তর্ভুক্ত থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতৃবৃন্দ।