১৭ মার্চের অনুষ্ঠান বাতিল হয়নি, হবে ভিন্ন আঙ্গিকে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মুজিববর্ষ উদযাপনে কোনো আয়োজন বাতিল করা হয়নি। নির্ধারিত ওই দিনেই আমাদের অনুষ্ঠান হবে। এক্ষেত্রে আমাদের অনুষ্ঠানমালার সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ১৭ মার্চের অনুষ্ঠান হবে ভিন্ন আঙ্গিকে।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মুজিববর্ষ বাস্তবায়ন আন্তর্জাতিক উপকমিটির’ সভা শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিন আমাদের বড় কোনো গণজমায়েতের চিন্তা নেই, তবে ডিজিটালাইজেশনের মাধ্যমে বিশ্ববাসীর সঙ্গে অনুষ্ঠান সংযোগ থাকবে। আমাদের অনুষ্ঠানের মধ্যে আরো ছিল ২২ ও ২৩ মার্চ সংসদে বিশেষ অধিবেশন, ২০ মার্চ শিশুদের সঙ্গীত, ২৬ মার্চ, ২৭ মার্চ অতিথিদের নিয়ে অনুষ্ঠান, তবে সবগুলোই জনসমাগম এড়িয়ে করা হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠির পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী এটি স্থগিত করেছেন। কোনো এক বিশেষ সময়ে এ সফর আবার চূড়ান্ত হবে। ইতালি একটি আইন করেছে, কারো শরীরে করোনা ভাইরাস থাকলে তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। তারা অমান্য করে দেশে এসেছে। ইতালির আইনেই তাদের বিচার হওয়া উচিত।

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।