পায়রা সেতু মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার: অ্যাডভোকেট আফজাল হোসেন

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নের জন্য পায়রা সেতু মুজিববর্ষে শ্রেষ্ঠ উপহার, বলেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

গতকাল মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জের ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পায়রা সেতু প্রকল্প একনেকে পাশ হওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ‘পায়রা নদীতে ব্রিজ নির্মাণে একনেকের সভায় অনুমোদনের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থায় আরেকটি মাইলফলক স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা হচ্ছে মুজিব শতবর্ষে দক্ষিণাঞ্চলবাসীর জন্য প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার।’

ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান খালেক মৃধার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহানুর হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাধবখালী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল মির্জা, কাকড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মজিদবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সরোয়ার কিচলূ মিয়া প্রমুখ ।