দলমত নির্বিশেষে করোনা মোকাবিলার আহ্বান ১৪ দলের

দলমত নির্বিশেষে সবাইকে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।  একইসঙ্গে করোনা ভাইরাস নিয়ে রাজনীতির না করে পরামর্শ ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

নাসিম বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। করোনা পরিস্থিতি মোকাবিলায় কোনও রাজনীতি নয়, কোনও সমালোচনা নয়। সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) নিজ বাস ভবনে ১৪ দলের জরুরি বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিশ্বের বড় বড় দেশ করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এ ভাইরাসকে মোকাবিলা করতে তড়িৎ প্রবাহে সরকার যে পদক্ষেপ নিয়েছে তার জন্য ১৪ দল সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। এ সরকার জনবান্ধব সরকার। তাই দেশের জনগণের কথা চিন্তা করে তড়িৎ গতিতে করোনা মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে। জনসেবাই এ সরকারের মূল উদ্দেশ্য।’

করোনার প্রাদুর্ভাবে মাস্কের হেস্কিসল, স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়া নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। মানুষের দুর্যোগের সুযোগ নিয়ে অধিক মুনাফা লাভের চেষ্টা পরিহার করা উচিত। যারা অধিক মুনাফা পাওয়ার জন্য মাস্কের দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আমার আহ্বান থাকবে।’

এসময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী নিয়ে ১৪ দলের কর্মসূচিও সংক্ষিপ্ত করার ঘোষণা দেন নাসিম।

তিনি বলেন, ‘সারা দেশে আওয়ামী লীগের পাশাপাশি কেন্দ্রীয় ১৪ দলও মুজিববর্ষের কর্মসূচি হাতে নিয়েছিলো। কিন্তু করোনা যেভাবে গোটা বিশ্বে প্রভাব ফেলছে সেটি চিন্তা করেই কর্মসূচি বাতিল করা হয়েছে। এখন শুধু ছোট পরিসরে করা হবে। তাতে শুধু অংশ নেবে ১৪ দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা।’