গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতা অধ্যাপক ড. আবু সাইয়িদ। গতকাল শনিবার গণফোরামের এক সভায় এ তথ্য জানান তিনি।
রাজধানীর মতিঝিলে গণফোরামের ওই সভায় ড. কামালের অনুপস্থিতিতে সভাপততিত্ব করেন আবু সাইয়িদ। এতে অংশ নেন সাবেক নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।
সভায় ড. আবু সাইয়িদ বলেন, ‘কামাল হোসেন নিজেই আইসোলেশনে আছেন, তার পাশে কেউ নাই। আমরা গঠনতন্ত্র অনুযায়ী দল চালাবো। দলের ভিতরে গণতন্ত্র না চললে জাতীয় গণতন্ত্রের কথা বলা বাতুলতা। দলকে ঐক্যবদ্ধ রাখতে আমরা ধৈর্য ধরবো।’
গণফোরামে ড. আবু সাইয়িদকে নির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
এর আগে গত শুক্রবার ড. কামালসহ গনফোরামের সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিনি আইসোলেশনে থাকায় সেটি হয়নি। দেশে করোনাভাইরাস পরিস্থিতির কারণ দেখিয়ে শুক্রবার সভা-সমাবেশ নিষিদ্ধ করেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেন সভা করেন ড. আবু সাইয়িদের নেতৃত্বাধীন অংশটি।