সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রিট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ আজ রবিবার (১৫ মার্চ) এ রিট দায়ের করেন।

রিটে সব বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্তে এবং সব বন্দরের প্রবেশমুখে মনিটরিংয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনাও চাওয়া হয়েছে।

ইউনুছ আলী আকন্দ বলেন, আগামীকাল সোমবার (১৬ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।

আবেদনে সব বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্তে এবং সব বন্দরের প্রবেশমুখে মনিটরিংয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, করোনা ভাইরাস থেকে জনগণকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং করোনাভাইরাস থেকে জনগণকে রক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না- এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।

এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা, সব বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্তে এবং সব বন্দরের প্রবেশমুখে মনিটরিংয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, শিক্ষা সচিব, বেসামরিক বিমান চলাচল ও পর‌্যটন সচিব, স্বরাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে একটি সি-ফুড মার্কেট থেকে নতুন করোনাভাইরাস মানবদেহে প্রবেশ করে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিষেধক উদ্ভাবিত না হলেও এরই মধ্যে ভাইরাসটির উৎসস্থল চীন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংক্রমণ আর মৃত্যু বাড়ছে ইউরোপসহ বিশ্বের অন্য দেশগুলোতে। গতকাল বাংলাদেশ সময় রাত ১টা পর্যন্ত ১৪৯টি দেশ ও অঞ্চলে করোনা ছড়ানোর খবর জানিয়েছে বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এ সময়ে সংক্রমিত হয়েছে এক লাখ ৫৫ হাজার ৭৯২ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ হাজার ৮১৪ জন। আর সুস্থ হয়েছে ৭৪ হাজার ২৬৪ জন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী ভারতের পশ্চিমবঙ্গে বন্ধ করা হয়েছে সব ধরনের স্কুল-কলেজ। আর নিউজিল্যান্ড বলছে, বাইরে থেকে দেশটিতে প্রবেশ করলেই সেলফ আইসোলেশন বাধ্যতামূলক। এ ছাড়া বিশ্বজুড়ে বিভিন্ন সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপ গ্রহণের খবর মিলেছে।