করোনাভাইরাস নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ে সরকার যখন যা করা দরকার ব্যবস্থা নিচ্ছে। এ নিয়ে জনগণের মধ্যে অযথা পেনিক সৃষ্টি করবেন না। দয়া করে কেউ গুজব ছড়াবেন না। সাংবাদিকদের অনুরোধ জানাবো, কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে আপনারা সরকারকে সহায়তা করবেন।
তিনি বলেন, ইতিমধ্যে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাই করোনাভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবেন না। কেউ আতঙ্ক ছড়ালে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
করোনাভাইরাসের কারণে নির্বাচন পেছানো হবে কিনা জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ে নির্বাচন হবে কি হবে না—এটি ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নিশ্চই নির্বাচন কমিশন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করবে।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন সরকারের অধীনে না, সবকিছু সরকারের অধীনে এটা বলাও ঠিক নয়। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন পরিচালনা করা তাদেরই দায়িত্ব।