ঢাকা-১০ : ধানের শীষের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ

ঢাকা-১০ আসনে উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম বলেছেন, আমার সাড়ে ৮শ’ এজেন্টকে বের করে দিয়েছে, আমার ৫০ জন কর্মী আহত হয়ে বিভিন্ন জায়গায় আছে। এটা সম্পূর্ণ প্রহসন, নির্বাচনের নামে। বন্ধ করে দিন এই নির্বাচন।

আজ শনিবার (২১ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে ধানমণ্ডি সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।

ধানের শীষের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ তুলে রবি বলেন, আমাদের এজেন্ট যেখানে ঢুকতে গেছে, সেখানেই আওয়ামী লীগের অনেক লোক জড়ো হয়ে আছে কেন্দ্রে কেন্দ্রে। তারা আমার সই করা পোলিং এজেন্টদের কার্ড কেড়ে নিয়ে তাদের বের করে দিয়েছে।

তিনি বলেন, ভাবলাম সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, নির্বাচন কমিশন সফল হবে। দুঃখজনক হলেও সত্য আর কোনও কিছুই হলো না আর কী! আবার একটা ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছে। তবে নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকার কথাও বলেন রবি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করতে গত ২৯ ডিসেম্বর শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্যপদ ছাড়ায় ঢাকা-১০ আসনে উপনির্বাচন হচ্ছে।