জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া যাবে না

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামীকাল মঙ্গলবার থেকে বিভাগীয় ও জেলা শহরে মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী। তারা সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনকে সহায়তা করতেই মাঠে থাকবে।

আজ সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের নিজ নিজ এলাকার সশস্ত্র বাহিনীর কমান্ডারদের এই বিষয়ে আইন অনুযায়ী রিকুইজিশন দিয়ে তাদের সহায়তা গ্রহণ করবেন।

করোনাভাইরাসের বিস্তৃতি রোধকল্পে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা দশ দিন বাড়ির বাইরে না আসার অনুরোধ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী ২৬ মার্চের সরকারি ছুটি এবং ২৭-২৮ মার্চের সাপ্তাহিক ছুটির সাথে ২৯ মার্চ হতে ০২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ০৩ ও ০৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন এই বন্ধের সাথে সংযুক্ত থাকবে। কাঁচাবাজার, খাবার এবং ওষুধের দোকান, হাসপাতাল এবং জরুরি সেবার জন্য এই ব্যবস্থা প্রযোজ্য হবে না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জনসাধারণকে অনুরোধ করা যাচ্ছে তারা যেন এ সময় জরুরি প্রয়োজন ব্যতীত (খাদ্য দ্রব্য, ওষুধ ক্রয়, চিকিৎসা, মৃতদেহের সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে না আসেন। এই সময়ে বিভিন্ন অফিস আদালতের প্রয়োজনীয় কার্যাবলী অনলাইনে সম্পাদন করতে হবে। সরকারি অফিসসমূহের মধ্যে যারা প্রয়োজন মনে করবে তারা অফিস খোলা রাখবে।