গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৯ জনে দাড়ালো এবং মৃতের সংখ্যা ৫।
আজ সোমবার দুপুর সোয়া ১২টায় মহাখালীতে এমআইএসের সম্মেলন কক্ষ থেকে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ডা. ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আরও একজনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। এছাড়া করোনা সংক্রমিত হয়েছেন বলে আগে যারা শনাক্ত হয়েছিলেন তাদের মধ্যে আরও ৪ জনের সংক্রমণ এখন আর নেই।’
তিনি আরও বলেন, ‘যে ৪ জন সর্বশেষ করোনামুক্ত হয়েছেন তাদের মধ্যে একজনের বয়স ৮০ বছর। আরও দুজন আছেন যাদের বয়স ৬০ এর বেশি। ৪ জনের মধ্যে তিনজনই ৬০ এর বেশি বয়স ছিল।’
আইইডিসিআর পরিচালক বলেন, ‘যে নতুন রোগী চিহ্নিত হয়েছেন তিনি একজন নারী। তার বয়স ২০ এর ঘরে। তার পূর্ণাঙ্গ তথ্য পরবর্তীতে দেব।’
ব্রিফিংয়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরা আবারও সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আবারও অনুরোধ করছি, আমরা যে ধরনের পরামর্শ দিচ্ছি, সেগুলো সঠিকভাবে মেনে চলার জন্য।’