করোনা মোকাবেলায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
আজ (৫ এপ্রিল, রবিবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এর হাতে ১০ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর সভাপতি কৃষিবিদ প্রফেসর ডঃ মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া এবং মহাসচিব কৃষিবিদ মোঃ খায়রুল আলম প্রিন্স। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হস্তান্তরের সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। এ সময় কেআইবি’র সভাপতি ও মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই সংকট মোকাবেলা করতে সক্ষম হবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়নে কেআইবি’র নেতৃত্বে সারা দেশে কৃষিবিদগণ এ সংকটময় পরিস্থিতি উত্তোরনে সর্বদা সজাগ ও সচেষ্ট থাকবে।
পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ভিডিও বার্তায় সারা দেশের কৃষিবিদদের কৃষি উৎপাদন বাড়ানোর জন্য সময়োপযোগি পদক্ষেপ গ্রহণের জন্য কৃষিবিদদের নিদের্শনা প্রদান করেন।