দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় সকল রাজনৈতিক দলের আটক নেতাকর্মীদের মুক্তি দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর এ চিঠি পাঠানো হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির বলেন, বুধবার দুপুর ২টায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর সচিবালয়ে মহাসচিবের স্বাক্ষরে একটি চিঠি পাঠানো হয়েছে। সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভয়ানক করোনাভাইরাসের সংক্রমণ থেকে এড়াতে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে চিঠিটি দিয়েছেন বিএনপির মহাসচিব।
উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের কারাগারে থাকা তিন হাজার বন্দিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেয় কারা অধিদপ্তর। পরে আজ বুধবার সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুক্তি চেয়ে একটি চিঠি পাঠান বিএনপি মহাসচিব।