লকডাউন কার্যকর হচ্ছে না, কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের জারি করা লকডাউন কার্যকর হচ্ছে না এবং কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে তিনি এ তথ্য জানান।

বিগত কয়েকদিন তিনশ’র বেশি মানুষ আক্রান্ত হওয়ার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘প্রথমত লকডাউন কাজ করছে না ঠিকমতো, যেভাবে আমরা আশা করছি। দ্বিতীয়ত লোকজন আক্রান্ত এলাকা থেকে ভালো এলাকায় যাচ্ছেন। নতুন লোক আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাচ্ছে।’

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩১২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫৬। নতুন করে মারা গেছে সাতজন, মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ৯ জন। মোট সুস্থ হয়েছে ৭৫ জন