ঢাকার যেসব এলাকায় করোনা রোগী বেশি

এখন পর্যন্ত ঢাকা শহর ও ঢাকা জেলার মধ্যেই সর্বোচ্চ করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

ব্রিফিংয়ে অধ্যাপক নাসিমা সুলতানা ঢাকার কয়েকটি এলাকার নাম জানান, যেখানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এলাকাগুলো হলো- রাজারবাগ, যাত্রবাড়ী, লালবাগ, মোহাম্মাদপুর, বংশাল, মহাখালী এবং মিরপুরে একই সংখ্যক রোগী আছে। মিরপুর ১৪ এবং তেজগাঁওয়েও একই সংখ্যক রোগী আছে। এ ছাড়া ওয়ারী, শাহাবাগ, কাকরাইল এবং উত্তরায় একই সংখ্যক রোগী আছে।

তিনি বলেন, ‘করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪৯৭ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯১৩ জন। দুঃখের সঙ্গে জানাচ্ছি গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ জন। মোট মৃত্যু হয়েছে ১৫২ জনের। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯ জন। মোট সুস্থ হয়েছে ১৩১ জন।’

এর আগে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৪১৮ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৩০৯ জন, মারা যায় ৯ জন। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৫০৩ জন, মৃত্যু হয় ৪ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।