করোনা সচেতনতায় সোচ্চার ছিলেন সাংবাদিক খোকন

করোনা সংক্রমণে মৃত্যুবরণকারী দেশের প্রথম সাংবাদিক হুমায়ুন কবীর খোকন করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে সোচ্চার ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একের পর এক গঠনমূলক দিক নির্দেশনা সম্বলিত পোস্ট তিনি দিতেন তাঁর ফেসবুক পেইজে। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টায় তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত ৩৫টি পোস্ট দিয়েছিলেন খোকন। এসব পোস্টের মধ্যে ৪-৫টি বাদ দিয়ে বাকি ৩০টি পোস্ট তিনি দিয়েছেন করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে। কীভাবে হাত ধুতে হবে, মাস্ক ও পিপিই’র গুণগত মান, বিপদগ্রস্তদের ত্রাণ সহায়তায় এগিয়ে আসার আহ্বান, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ, বাজারে হাজারো মানুষের ভিড়, আইইডিসিআর-এর প্রতিদিনের করোনা আপডেট, ইত্যাদি রয়েছে তাঁর ফেসবুক পোস্টজুড়ে।

সহকর্মীরা জানিয়েছেন, সময়ের আলো পত্রিকায় প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদকের দায়িত্বে থাকা খোকন রিপোর্টারদের বলতেন, ‘পাঠককে কীভাবে সচেতন করা যায়-সেসব রিপোর্ট সুন্দর করে লিখতে হবে। এখন আমরা সবাই বিপদে আছি। সবাইকে সাবধান করা দরকার।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক কর্মকর্তা জামিউল আহসান শিপু তাঁর ফেসবুক পেইজে লিখেছেন, ‘মানুষকে সচেতন করতে করতে কখন যে করোনাভাইরাস আমাদের খোকন ভাইকে পরাজিত করেছে- কেউ বুঝতেও পারল না। …আমাদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। খোকন ভাইয়ের এই ত্যাগ রাষ্ট্র কী একবার স্বীকার করবে? সরকার এখানেও কী নীরব থাকবে?’