মুক্তির ৪৮ দিন পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় ডেকে নিয়ে কথা বলেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত ৯টায় গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় প্রবেশের সোয়া এক ঘণ্টা পর বিএনপি মহাসচিব বেরিয়ে গাড়িতে করে চলে যান বলে নিরাপত্তা কর্মীরা জানান। তবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল।
চেয়ারপারসনের সঙ্গে মহাসচিবের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে দলের একাধিক সিনিয়র নেতা বলেন, ‘ম্যাডাম, ডেকেছিলেন মহাসচিবকে। সোমবার রাতে তিনি দেখা করেছেন।’ খালেদা জিয়ার মুক্তির ৪৮ দিন পর প্রথম এই একান্ত সাক্ষাৎ পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির আর কোনো সদস্যের সঙ্গে চেয়ারপারসনের একান্ত সাক্ষাৎ হয়নি। বেগম জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের কী কথা হয়েছে, তা জানা যায়নি। তবে বিএনপির সিনিয়র এক নেতা জানান, বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এ পরিস্থিতিতে বিএনপি কী করছে, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মহাসচিব। দলের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মীদের খোঁজখবর রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়াও সাংগঠনিক অন্যান্য বিষয় নিয়েও কথা হতে পারে। একটি সূত্রে জানা যায়, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটাই ভালো। তিনি এখন খেতে পারছেন। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে। হাতের গিরায় গিরায় এখনো কিছুটা ব্যথা রয়েছে। এখনো তিনি একা উঠে বসে বা দাঁড়াতে পারছেন না। কাউকে ধরে উঠতে হয়। গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ৬ মাস সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে মুক্তি দেয় সরকার। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থেকে গুলশানের ভাড়া বাসায় ওঠেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শে বাসাতেই আছেন। ফিরোজার ফটকের নিরাপত্তা কর্মীরা জানান, বাসায় প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রিত। শুধু চিকিৎসক টিমের সদস্য এবং কয়েকজন নিকটাত্মীয়ের প্রবেশাধিকার রয়েছে।