করোনা মোকাবিলা, মশক নিধনসহ ৫টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে আগামীকাল রবিবার (১৭মে) থেকে কাজ শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) সদ্য দায়িত্বপ্রাপ্ত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার (১৬ মে) মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে যুক্ত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।
মেয়র তাপস বলেন, ‘আমি নির্বাচনী প্রতিশ্রুতিতে যেটা বলেছিলাম ৯০ দিনের মধ্যে মৌলিক সেবা নিশ্চিত করবো। সেই পরিকল্পনা নিয়ে রবিবার থেকে কাজ শুরু করবো। তবে অগ্রাধিকার পাবে ৫টি বিষয়। বিষয়গুলো হচ্ছে- করোনা মোকাবিলা, মশক নিধন, আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য, রাস্তাঘাট-যানজট। এরপর পর্যায়ক্রমে অন্যান্য মৌলিক সেবা নিশ্চিতে কাজ করবো।’
তিনি বলেন, ‘আগেও বলেছি দুর্নীতি রোধ করবো। আজও বলছি প্রথম থেকেই ডিএসসিসি দুর্নীতি রোধে কাজ করবো। মশক নিধন নিয়ে বিগত সময়ে তেমন কোন কাজ হয়নি। দুর্নীতির কারণে সুফলটা নগরবাসী পাননি। আমাদের লক্ষ্য থাকবে ঢাকাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করা।’
মেয়র তাপস বলেন, ‘মশক নিধনে যেসকল দেশ সফল তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেবো। অন্যান্য দেশের ভাল কাজগুলো নিয়ে কাজের পরিকল্পনা করবো। উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করব। আরো বেগবান করবো।
বিভক্ত ঢাকা সিটিতে ডিএসসিসি’র প্রথম নির্বাচিত মেয়র হিসেবে ২০১৫ সালের ১৬ মে শপথ নেন মোহাম্মদ সাঈদ খোকন। ওই বছরের ১৬ মে ডিএসসিসির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ফলে আজ ১৬ মে সাঈদ খোকনের ৫ বছর মেয়াদ শেষ হয়। নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার স্থলাভিষিক্ত হলেন।
এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হয়। এতে মেয়র পদে নৌকা প্রতীকে বিজয়ী হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি গত ২৭ ফেব্রুয়ারি মেয়র হিসেবে শপথবাক্য পাঠ করেন।