বিএনপি চলমান করোনাভাইরাস সংকটের শুরু থেকে সরকারের ভুল ধরিয়ে দেওয়ার নামে মিথ্যাচার ও গুজব ছড়ানোকে পবিত্র দায়িত্ব হিসেবে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা দেশ ও জাতির পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার, গুজব ছড়ানোকেই পবিত্র দায়িত্ব হিসেবে মেনে নিয়েছে। এ মিথ্যাচার ফ্রন্ট লাইনে কর্মরত যোদ্ধাদের মনোবল নষ্ট করার অপপ্রয়াস।’
আজ বুধবার সকালে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন কাদের। করোনার মতো বৈশ্বিক এ মহামারি মোকাবিলায় শেখ হাসিনা সরকারের উদ্যোগগুলো বিএনপির চোখে পড়ে না মন্তব্য করে তিনি বলেন, ‘ধুলোজমা মরচে ধরা চশমা সরিয়ে এ সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে এবং সরকারের কার্যক্রমে সহযোগিতা প্রদানে আবারও তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
সেতুমন্ত্রী বলেন, ‘সরকার জোনভিত্তিক লকডাউন কার্যকর করার পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি, টেস্টিং সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে এবং সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা করছে।’
নমুনা পরীক্ষা নিয়ে একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে জানিয়ে তাদের এই অপপ্রয়াস শুরুতেই কঠোরহাতে নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট।’
সরকার নতুন করে সংক্রমিত এলাকার ম্যাপিংয়ের মাধ্যমে লাল, হলুদ এবং সবুজ জোন করতে যাচ্ছে জানিয়ে এসব এলাকার বিধি-নিষেধ বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তর, সিটি করপোরেশন, ডিএমপিসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্তৃপক্ষের মাঝে সমন্বয় গড়ে তুলে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলেও জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের সরকারের নতুন এ সিদ্ধান্ত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সংক্রমণ রোধে সবার সহযোগিতা কামনা করেছেন। তিনি রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত কার্যকর সমন্বয় গড়ে তোলারও আহ্বান জানান।