অবৈধভাবে সুন্দরবন এলাকায় প্রবেশে ছাত্রলীগ সভাপতিসহ ৪৩ নেতাকর্মী আটক

বিনা অনুমতিতে অবৈধভাবে সুন্দরবনের সুপতি এলাকায় প্রবেশের অভিযোগে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. ইব্রাহিম হোসেনসহ ৪৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়াও লঞ্চের ৫ জন স্টাফকেও আটক করে বনবিভাগ।

পরে অনুপ্রবেশের দায় স্বীকার করে লিখিত দিয়ে এবং বনবিভাগের জরিমানা পরিশোধ করে ছাড়া পায় আটককৃতরা।

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নুল আবেদীন।

তিনি জানান, করোনাকালে সুন্দরবনে সব ধরনের পর্যটনসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে বনবিভাগ। এমনিতেই সুন্দরবনে সব ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ। এই অবস্থায় সোমবার সকালে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম হোসেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের আরো ৪২ নেতাকর্মীসহ মোট ৪৮ জন ‘এমভি মায়ের দোয়া’ নামের একটি লঞ্চে করে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে শরণখোলা রেঞ্জের সুপতি এলাকায় প্রবেশ করেন।

পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের সবাইকে আটক করা হয়। ২২ হাজার ২৩১ টাকা জরিমানা পরিশোধ করে সোমবার সন্ধ্যায় ছাড়া পায় তারা।

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ‘এমভি মায়ের দোয়া’ লঞ্চের মালিক ফারুক তালুকদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান এসিএফ জয়নুল।