বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছেন। বহু ত্যাগের বিনিময়ে অর্থনৈতিক উন্নয়নের সোপান রচনা করেছেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই জাতির সার্বিক মুক্তি অর্জিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন আজ ২৫ আগস্ট, মঙ্গলবার পটুয়াখালী জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, খুনি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তার স্ত্রী খালেদা জিয়ার শাসনামলে গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জীবন কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষায় হত্যা খুনের রাজনীতির শিকড় উপড়ে ফেলতে হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংগঠনে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে, তাদের কাজ করার সুযোগ করে দিতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট গোলাম সারওয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা, পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুঁইয়া, মির্জাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, রাঙাবালি উপজেলার সভাপতি প্রিন্সিপাল দেলোয়ার হোসেন, দুমকি উপজেলার সাধারণ সম্পাদক সেলিম আকন, দশমিনা উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন প্রমুখ।