আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের ভাবমূর্তি ক্ষুণের জন্য অনুপ্রবেশকারীরাই দায়ী। দুঃসময় এলে দীর্ঘদিনের নেতা-কর্মীরাই দলকে ধরে রাখে, সুসময়ের বসন্তের কোকিলরা দুঃসময়ে থাকে না। তাই দলের কোনো স্তরে কোনোভাবেই অনুপ্রবেশকারীদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়া যাবে না।
গতকাল সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির উদ্যোগে স্বাস্থ্য অধিদফতরের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হন্তান্তর করা হয়।
দ্রুততম সময়ে করোনা টেস্ট রিপোর্ট দিতে তাগাদা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা টেস্ট আরও বাড়াতে হবে। রিপোর্ট দেওয়ার বিষয়ে যাতে বিলম্ব না ঘটে, টেস্টের পরপরই যাতে রিপোর্ট পাওয়া যায়, সে বিষয়টি নিশ্চিত করবেন। একজন ডাক্তার তার বাবার চিকিৎসার জন্য হাসপাতালে হাসপাতালে ঘুরে চিকিৎসা দিতে পারেননি; এটা অত্যন্ত দুঃখজনক।
কাদের বলেন, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই শেখ হাসিনার নেতৃত্বে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে আসছে। তার সুযোগ্য নেতৃত্ব ও নিরলস পর্যবেক্ষণের কারণে সরকার শুরু থেকেই করোনাভাইরাস-সৃষ্ট পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। এ ভাইরাসের অতীত ইতিহাস না থাকায় চিকিৎসাসেবার ক্ষেত্রে সম্পূর্ণ একটি নতুন অভিজ্ঞতা দেখা দিয়েছিল।
কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে অল্প সময়ে জনসচেতনতা তৈরির পাশাপাশি চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা আমাদের এখানে তৈরি হয়েছে; যা দিন দিন বাড়ছে।