আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মতি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
করোনার লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শে গত বুধবার নমুনা পরীক্ষা করাতে দেন। আজ ফলাফল হাতে পেয়ে জানতে পারেন তার করোনা পজিটিভ এসেছে। মতিউর রহমান মতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই দেশের জনসাধারণের পাশে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য, সাবেক এ ছাত্রনেতার রাজনৈতিক ক্যারিয়ারে সুনামের সাথে দায়িত্ব পালন করেন (সভাপতি মিরপুর থানা ছাত্রলীগ ১৯৮৩ থেকে ১৯৮৫, সাধারণ সম্পাদক, অবিভক্ত ঢাকা মহানগর ১৯৮৭ থেকে ১৯৯২, সভাপতি অবিভক্ত ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ১৯৯৪ থেকে ২০০৬ সাল এবং তিনি সর্বশেষ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও নব্বইর দশকের দিকে এরশাদ পতনের আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগকে সামনে থেকে লিড দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।