নোয়াখালির বেগমগঞ্জে মধ্যযুগীয়, বর্বর নারী নির্যাতনের বিচার দ্রুত সম্পন্ন করে দেলোয়ার গং এর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
আজ (৫ অক্টোবর) সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু যুক্ত বিবৃতিতে বলা হয়, সারাদেশে একের পর এক নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার মতো বর্বর ঘটনা যখন অব্যাহতভাবে ঘটেই চলেছে, তখনই সমস্ত ঘটনার বর্বতাকে ছাড়িয়ে নোয়াখালির বেগমগঞ্জের এই নির্যাতনের ভিডিও প্রকাশিত হয়। এই বীভৎসতা, ভয়াবহতা সভ্যতার জন্য হুমকীসরূপ। দেশে বিচারহীনতার যে রেওয়াজ তৈরি হয়েছে তা ধর্ষক ও খুনি, নির্যাতকদের আরও বেপরোয়া করে তুলেছে। ঘরে, বাইরে, পথে, গণপরিবহণে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, পাহাড়ে, সমতলে দেশের এমন কোন জায়গা নেই যেখানে নারীরা নিরাপদ বোধ করতে পারেন, যেখানে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন না।
তারা বলেন, নোয়াখালির বেগমগঞ্জে নির্যাতনের এই ঘটনার মত কোন ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সেজন্য দ্রুত বিচারকার্য সম্পন্ন করে নির্যাতনকারী অপরাধী দেলোয়ার গংদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করেন নেতৃবৃন্দ।